
news #latestnews #headlines #bulletin #dupurerbangladesh দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and ...
芸能界のニュースや裏話、スポーツ選手のあんな話、政治の裏側などをご紹介していきます。
news #latestnews #headlines #bulletin #dupurerbangladesh দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and ...
コメント
হচ্ছেনা কেন?
প্রধান উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
বিষয়: ARSA নেতাদের অবিলম্বে মুক্তির জন্য জরুরী আবেদন
শ্রদ্ধেয় প্রফেসর ড. ইউনূস,
আমরা আপনার নেতৃত্ব এবং ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি উৎসর্গের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং গভীর শ্রদ্ধা জানাই। আমাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ে রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমরা গভীর কৃতজ্ঞতার সাথে তা স্বীকার করছি।
যাইহোক, বাংলাদেশ কর্তৃপক্ষের দ্বারা কমান্ডার-ইন-চীফ আবু আম্মার জুনুনী এবং অন্যান্য এআরএসএ নেতাদের সাম্প্রতিক অন্যায়ভাবে আটকের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের গ্রেপ্তার শুধুমাত্র রোহিঙ্গা সংগ্রামের প্রতি অবিচার নয় বরং আমাদের জনগণের বেঁচে থাকা এবং মর্যাদার উপর সরাসরি আক্রমণ। এআরএসএ একটি সন্ত্রাসী সংগঠন নয়-এটি আরাকানে গণহত্যা থেকে রোহিঙ্গা জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনে গঠিত একটি প্রতিরোধ শক্তি। আমাদের জনগণের সুরক্ষা ও বেঁচে থাকার জন্য এর অস্তিত্ব অত্যাবশ্যক। ARSA বারবার বলেছে যে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কোন হুমকি নয় এবং বাংলাদেশী কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক।
আমাদের নেতাদের আটক করে বাংলাদেশ আরসাকে দুর্বল করছে না বরং রোহিঙ্গা জনগণের আশাকে আরও চূর্ণ করছে। আবু আম্মার জুনুনী ছাড়া আমরা আমাদের জমি, আমাদের স্বাধীনতা বা আমাদের অধিকার পুনরুদ্ধার করতে পারি না। এই অবিচার চলতে থাকলে প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে শরণার্থী শিবিরে ভুগতে হবে।
আমরা অবিলম্বে এবং নিঃশর্তভাবে আবু আম্মার জুনুনী এবং সকল আটক এআরএসএ নেতাদের মুক্তি দিয়ে নিপীড়িত সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার এবং সমর্থনের ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ সরকারকে জোরালোভাবে অনুরোধ করছি। তাদের কারাবাস শান্তির কাজ করে না-এটি কেবল রোহিঙ্গা জনগণের দুর্ভোগকে দীর্ঘায়িত করে।
ন্যায্যতা, সহানুভূতি এবং জরুরীতার সাথে কাজ করার জন্য আমরা আপনার প্রজ্ঞা এবং নেতৃত্বে বিশ্বাস করি।
ন্যায়বিচারকে প্রাধান্য দিতে হবে।
ক্ষুরোধার।
English version is as under #
Pen is mightier than sword
আর কতদিন চলবে।
,,,,,,,,,,,,,,,, আর,,,,,,,,,,,,,বাটপারীর জন্য,,, রহমান ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ
আল্লাহ রাব্বুল আলামীন তুমি এই উভোয় জাহান্নামের পথের পোথিক খমোতা লভী মৌদুদী মুজিবি জিয়ারী এরশাদী ইলিয়াসচি পির পিরপোনথী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইনকামিং ধান্দা বাজদের এবং সয়তানের উনোসরন কারি খমোতা লভী গনোতোনত্রো গামি ছিল পদ্ধতির সয়তানের উনোসরন কারি দের হেদায়েত দান করুন আমীন আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি অয়াবারকাতুহু অন্যান্য জাতিদের ও বেদাতিদের সঠিক ইসলামের দাওয়াত ও ধন্যবাদ
আল্লাহর ইচ্ছায় জামায়েত ইসলামী ও ইসলামী দল ছাড়া❤️আলহামদুলিল্লাহ❤️
দেশ বাচাও